Today In History 03 March

Share:

Today In History 03 March

Today In History 03 March

ইতিহাসের পাতায় আজকের দিন

মানব সভ্যতার অগ্রযাত্রায় ৩ মার্চ তারিখটি নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই দিনে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিম্নে তুলে ধরা হলো—

উল্লেখযোগ্য ঘটনা

  • ১৫৭৫ – মুঘল সম্রাট আকবরের বাহিনী তুকারয়ের যুদ্ধে বাংলার বাহিনীকে পরাজিত করে।
  • ১৭০৭ – মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয় এবং তার পুত্র যুবরাজ মুয়াজ্জম সিংহাসনে আরোহণ করে বাহাদুর শাহ (প্রথম) নাম গ্রহণ করেন।
  • ১৮৬১ – রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত করা হয়।
  • ১৮৭৮ – রুশ-তুর্কি যুদ্ধের পর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯০৬ – বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।
  • ১৯২৪ – তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক খিলাফত ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়।
  • ১৯৪৯ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্নপদস্থ কর্মচারীরা ধর্মঘট শুরু করেন।
  • ১৯৬৫ – শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর মৃত্যু।
  • ১৯৬৯ – ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া-নতুন দিল্লি) চালু হয়।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
  • ১৯৭১ – “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গানটিকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভাব্য জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৯৭১ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়।
  • ১৯৭২ – বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি) প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭২ – শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৭৪ – তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন প্রাণ হারান।
  • ১৯৭৬ – বাংলাদেশ সরকার বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ধারণা চালু করে।
  • ১৯৭৮ – জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদিত হয়।
  • ১৯৯১ – এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
  • ২০০৫ – রাজধানী ঢাকায় যানজট নিরসন ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট-আশুলিয়া নৌপথ উদ্বোধন করা হয়।

জন্ম

  • ১৮৩৯ – জামশেদজী টাটা, ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা।
  • ১৮৪৫ – গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।
  • ১৮৪৭ – আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের অন্যতম আবিষ্কারক।
  • ১৮৯৩ – প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি ও শিশুসাহিত্যিক।
  • ১৮৯৯ – তুলসী চক্রবর্তী, বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা।
  • ১৯০৮ – শক্তিরঞ্জন বসু, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী।
  • ১৯৩১ – উস্তাদ গোলাম মুস্তফা খান, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী।
  • ১৯৫০ – শেখ সাদী খান, বাংলাদেশী সুরকার ও সংগীত পরিচালক।

মৃত্যু

  • ১৫৮১ – চতুর্থ শিখ গুরু রামদাস।
  • ১৭০৩ – রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ।
  • ১৭০৭ – মুঘল সম্রাট আওরঙ্গজেব।
  • ১৯৮৩ – এর্জে, বেলজীয় কমিকস লেখক ও চিত্রকর।
  • ১৯৯২ – সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক।
  • ২০০০ – বিমল দাশগুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী।
  • ২০১৬ – মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
  • ২০২০ – শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় পণ্ডিত।
  • ২০২৩ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ‘পাণ্ডব গোয়েন্দা’ সিরিজের বিখ্যাত ভারতীয় সাহিত্যিক।
  • ২০২৪ – রণেন আয়ন দত্ত, ভারতীয় বাঙালি শিল্পী।

এই দিনটি ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ নানা ঘটনা, জন্ম ও মৃত্যু দিয়ে চিহ্নিত হয়ে আছে, যা আমাদের ঐতিহ্য ও বর্তমানকে প্রভাবিত করেছে।

Today In History 03 March

On This Day in History – March 3

March 3 holds significant historical events that shaped the course of human civilization. Here are some of the key occurrences from this day:

Notable Events

  • 1575 – The Mughal army under Emperor Akbar defeated the Bengali forces in the Battle of Tukaroi.
  • 1707 – Mughal Emperor Aurangzeb passed away, and his son, Prince Mu’azzam, ascended the throne as Bahadur Shah I.
  • 1861 – The abolition of serfdom in Russia was officially declared.
  • 1878 – The Russo-Turkish War concluded with the signing of a peace treaty.
  • 1906 – The revolutionary organization Anushilan Samiti launched its mouthpiece newspaper, Jugantar.
  • 1924 – The Turkish National Assembly officially abolished the Caliphate.
  • 1949 – A strike by lower-level employees took place at the University of Dhaka.
  • 1965 – Shahid Suhrawardy’s elder brother, the renowned educator and art connoisseur Shahed Suhrawardy, passed away.
  • 1969 – India launched its first high-speed Rajdhani Express train between Howrah and New Delhi.
  • 1971 – “Amar Sonar Bangla, Ami Tomay Bhalobashi,” a song written by Rabindranath Tagore, was declared as the proposed national anthem of Bangladesh at a declaration event in Paltan Maidan, Dhaka.
  • 1971 – The Non-Cooperation Movement in Bangladesh began under the leadership of Bangabandhu Sheikh Mujibur Rahman.
  • 1972 – The Bangladesh Rifles (now Border Guard Bangladesh) was officially established.
  • 1972 – Sri Lanka and Swaziland recognized Bangladesh as an independent nation.
  • 1974 – A Turkish DC-10 aircraft crashed, killing 346 people.
  • 1976 – The Bangladesh government replaced the concept of Bengali nationalism with ‘Bangladeshi nationalism.’
  • 1978 – The design for the National Martyrs’ Memorial of Bangladesh was approved.
  • 1991 – Estonia and Latvia voted for independence from the Soviet Union.
  • 2005 – The 29-kilometer-long Sadarghat-Ashulia waterway was inaugurated in Dhaka to improve transportation and reduce traffic congestion.

Births

  • 1839 – Jamsetji Tata, Indian industrialist and founder of Tata Group.
  • 1845 – Georg Cantor, German mathematician and philosopher.
  • 1847 – Alexander Graham Bell, Scottish scientist and inventor of the telephone.
  • 1893 – Parimohan Sengupta, Bengali poet, essayist, and children’s writer.
  • 1899 – Tulsi Chakraborty, renowned Bengali film comedian.
  • 1908 – Shaktiranjan Basu, Indian freedom fighter and social worker.
  • 1931 – Ustad Ghulam Mustafa Khan, Indian Hindustani classical music singer.
  • 1950 – Sheikh Sadi Khan, Bangladeshi composer and music director.

Deaths

  • 1581 – Guru Ram Das, the fourth Sikh Guru.
  • 1703 – Robert Hooke, English scientist, architect, and polymath.
  • 1707 – Aurangzeb, Mughal Emperor.
  • 1983 – Hergé, Belgian comic writer and creator of The Adventures of Tintin.
  • 1992 – Sukumar Sen, Indian educationist, linguist, and researcher.
  • 2000 – Bimal Dasgupta, Indian revolutionary freedom fighter.
  • 2016 – Martin Crowe, New Zealand cricketer, commentator, and writer.
  • 2020 – Shuddhananda Mahathera, Bangladeshi Buddhist monk and scholar.
  • 2023 – Sasthipada Chattopadhyay, Indian Bengali author known for the Pandab Goenda detective series.
  • 2024 – Ronen Ayn Dutta, Indian Bengali artist.

This day marks several significant events, remarkable births, and notable deaths, shaping history in various ways.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment