Today In History 14 March

বিজ্ঞাপন Click Here
Share:

Today In History 14 March

Today In History 14 March

আজকের উল্লেখযোগ্য ঘটনা

১৮৬৪ – স্যার স্যামুয়েল বেকার আফ্রিকার এ্যালবার্ট হ্রদ আবিষ্কার করেন ও নামকরণ করেন।
১৮৯১ – ইংলিশ চ্যানেলে প্রথমবারের মতো ডুবোতাহাজের মাধ্যমে টেলিফোন সংযোগ স্থাপিত হয়।
১৯২৫ – প্রথমবারের মতো ট্রান্স-আটলান্টিক রেডিও সম্প্রচার সফলভাবে সম্পন্ন হয়।
১৯৩১ – ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৩৯ – কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের শুভ উদ্বোধন হয়।
১৯৫৫ – ভিয়েতনামের ঐতিহাসিক দিয়েন বিয়েন ফু যুদ্ধ শুরু হয়।
১৯৭৩ – বিজ্ঞানী মণিলাল ভৌমিক ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে এক্সিমার লেজারের আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৭৫ – রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেন।
১৯৭৫ – আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ রাষ্ট্রীয় সফরে ঢাকা আগমন করেন।
১৯৭৮ – ইসরাইল সামরিক মহড়ার নামে সৈন্য সমাবেশ করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।
১৯৮০ – ইসলামী ইরানে প্রথম সংসদ মজলিসে শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel


১৯৮৫ – তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশি অনুচররা বোমা হামলা চালায়।
১৯৯০ – মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯২ – সোভিয়েত ইউনিয়নের জনপ্রিয় দৈনিক প্রাভদা পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়।
২০০৭ – পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন, যা ইতিহাসে নন্দীগ্রাম গণহত্যা নামে পরিচিত।


জন্মবার্ষিকী

১৮৫৪পাউল এরলিখ, নোবেল বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী। (মৃত্যু: ১৯১৫)
১৮৭৯আলবার্ট আইনস্টাইন, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃত্যু: ১৯৫৫)
১৯১৬সমরেন্দ্র কুমার মিত্র, ভারতের কম্পিউটারের জনক। (মৃত্যু: ১৯৯৮)
১৯৩৩মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৩৪আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, ছড়াগান জনপ্রিয়করণের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। (মৃত্যু: ২০০৯)
১৯৬৫আমির খান, ভারতীয় বলিউড অভিনেতা।
১৯৬৫রোহিত শেট্টি, বলিউড পরিচালক, প্রযোজক ও উপস্থাপক।
১৯৮৬জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।

বিজ্ঞাপন Click Here

মৃত্যুবার্ষিকী

১৬৮২ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের বিখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী। (জন্ম: ১৬২৮)
১৮৮৩কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা। (জন্ম: ১৮১৮)
১৮৯৯হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক। (জন্ম: ১৮২৩)
১৯৭৫যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি। (জন্ম: ১৮৯০)
১৯৭৬পল্লীকবি জসীম উদ্‌দীন, বাঙালি কবি, গীতিকার ও ঔপন্যাসিক। (জন্ম: ১৯০৩)
১৯৮১কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। (জন্ম: ১৯৩০)
১৯৯৫উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (জন্ম: ১৯১১)
১৯৯৭সামসুল হক, বাঙালি কবি ও লেখক। (জন্ম: ১৯৩৬)
২০১২হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী। (জন্ম: ১৯২৬)
২০১৮স্টিফেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ। (জন্ম: ১৯৪২)


এই দিনটির বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

Today In History 14 March

Significant Events of the Day

1864 – Sir Samuel Baker discovered and named Africa’s Lake Albert.
1891 – The first underwater telephone line was established in the English Channel.
1925 – The first transatlantic radio broadcast was successfully completed.
1931Alam Ara, the first Indian subcontinent’s talking film, was released.
1939 – The Natyaniketan theater was inaugurated in Kolkata.
1955 – The historic Battle of Dien Bien Phu began in Vietnam.
1973 – Scientist Monilal Bhattacharya announced the invention of the excimer laser at the Denver Optical Society.
1975 – Roman Emperor Ferdinand I crowned himself without the Pope’s approval.
1975 – Afghan President Mohammad Daoud arrived in Dhaka on a state visit.
1978 – Israel gathered troops under the pretense of military exercises and launched an invasion of Lebanon.
1980 – The first parliamentary election of the Islamic Republic of Iran was held.
1985 – Foreign agents carried out a bombing at the Friday prayer assembly in Tehran.
1990 – Mikhail Gorbachev was elected President of the former Soviet Union.
1992 – The Soviet newspaper Pravda ceased publication.
2007 – In the Nandigram Massacre, 14 villagers were killed by police gunfire in Nandigram, West Bengal.


Birth Anniversaries

1854Paul Ehrlich, German-Jewish physician and scientist, Nobel laureate. (d. 1915)
1879Albert Einstein, American physicist and Nobel laureate. (d. 1955)
1916Samarendra Kumar Mitra, known as the father of computers in India. (d. 1998)
1933Michael Caine, English actor and author.
1934Alpana Banerjee, Indian Bengali singer, known for popularizing children’s songs. (d. 2009)
1965Aamir Khan, Indian Bollywood actor.
1965Rohit Shetty, Indian film director, producer, and host.
1986Jamie Bell, English actor and dancer.


Death Anniversaries

1682Jacob van Ruisdael, renowned 17th-century Dutch painter. (b. 1628)
1883Karl Marx, influential German social scientist and founder of Marxism. (b. 1818)
1899Hermann Steinthal, German linguist and philosopher. (b. 1823)
1975Jatindra Prasad Bhattacharya, Bengali poet. (b. 1890)
1976Palli Kavi Jasimuddin, Bengali poet, lyricist, novelist, and writer. (b. 1903)
1981Ken Barrington, famous English cricketer. (b. 1930)
1995William Alfred Fowler, American physicist and Nobel laureate. (b. 1911)
1997Shamsul Haque, Bengali poet and writer. (b. 1936)
2012Himanis Goswami, renowned humorist, journalist, and cartoonist. (b. 1926)
2018Stephen Hawking, English theoretical physicist and mathematician. (b. 1942)


These events, births, and deaths mark significant moments in history and culture.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment