Daily GK 14 May 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 14 May 2025

Daily GK 14 May 2025

প্রশ্ন: ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয় কবে?
উত্তর: ১২ মে, ২০২৫।

প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে কয়টি বিভাগ সৃষ্টি করা হয়েছে?
উত্তর: দুটি বিভাগ; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা।

প্রশ্ন: সুন্দরবনের কত কিমি এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারি হয়েছে?
উত্তর: ১০ কিলোমিটার।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: চলতি ২০২৪-২৫ অর্থবছরে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা ছিল কত?
উত্তর: ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা।

প্রশ্ন: লস্কর-ই-তৈয়বা (এলইটি) কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন?
উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য পারস্পরিক পণ্যে আরোপিত শুল্ক হ্রাসে সম্মত হয়েছে?
উত্তর: ৯০ দিন।

প্রশ্ন: এখন পর্যন্ত ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কয়টি দেশ?
উত্তর: ১৪৭টি দেশ।

প্রশ্ন: দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ?
উত্তর: আফগানিস্তান।

প্রশ্ন: ২০২৪ সালে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত ছিল?
উত্তর: প্রায় ২৪ লাখ।

প্রশ্ন: ২০২৪ সালে বিশ্বে কতজন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন?
উত্তর: ৮ কোটি ৩৪ লাখ।

প্রশ্ন: ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শওকত ওসমান।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থা USDA এর পূর্বাবাস অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে বিশ্বে কী পরিমাণ চাল উৎপাদন হবে?
উত্তর: ৫৩৫.৮ মিলিয়ন টন।

প্রশ্ন: ২০২৪ সালে বাংলাদেশ কী পরিমাণ চা রপ্তানি করে?
উত্তর: ২.৪৫ মিলিয়ন কেজি।

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরব কত ডলারের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত করেছে?
উত্তর: ১৪২ বিলিয়ন ডলার।

প্রশ্ন: আরব লীগের পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাগদাদ (১৭ মে, ২০২৫)।

প্রশ্ন: WHO অনুযায়ী, একজন চিকিৎসকের জন্য কতজন নার্স প্রয়োজন?
উত্তর: ৩ জন।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

Daily GK 14 May 2025

Question: When was the ‘Revenue Policy and Revenue Management Ordinance, 2025’ issued?
Answer: 12 May, 2025.

Question: How many divisions were created by abolishing the National Board of Revenue (NBR)?
Answer: Two divisions: Revenue Policy and Revenue Management.

Question: What is the restricted area around the Sundarbans for setting up new industries?
Answer: 10 kilometers.

Question: What was the government’s loan target for the fiscal year 2024–25?
Answer: Tk 2,51,600 crore.

Question: Lashkar-e-Taiba (LeT) is an armed organization based in which country?
Answer: Pakistan.

Question: For how many days have the US and China agreed to reduce mutual tariffs?
Answer: 90 days.

Question: How many countries have recognized Palestine as a sovereign state so far?
Answer: 147 countries.

Question: Which country has imposed a ban on playing chess?
Answer: Afghanistan.

Question: How many internally displaced people were there in Bangladesh in 2024?
Answer: About 2.4 million.

Question: How many people were internally displaced globally in 2024?
Answer: 83.4 million.

Question: Who is the author of the novel “Kritadasher Hasi” (The Slave’s Smile)?
Answer: Shawkat Osman.

Question: According to the USDA forecast, what will be the global rice production in the 2024–25 season?
Answer: 535.8 million tons.

Question: How much tea did Bangladesh export in 2024?
Answer: 2.45 million kilograms.

Question: Recently, how much was the historic defense deal signed between the US and Saudi Arabia worth?
Answer: 142 billion USD.

Question: Where will the next Arab League summit be held?
Answer: Baghdad (on 17 May, 2025).

Question: According to WHO, how many nurses are required per doctor?
Answer: 3 nurses.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment