Daily GK 17 August 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 17 August 2025

Daily GK 17 August 2025

প্রশ্ন: গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৫ এর তথ্যমতে, বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: ১৭১তম। (১ম, কোপেনহেগেন, ডেনমার্ক)

প্রশ্ন: বাংলাদেশ বিমান মোট কতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে?
উত্তর: ২২টি। (অভ্যন্তরীণ রুট-৭টি)

প্রশ্ন: সম্প্রতি অনুষ্ঠিত ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট’-এ চ্যাম্পিয়ন হয়েছে—
উত্তর: ‘ডা. চাষী’।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে কোথায়?
উত্তর: সিরাজদিখান, মুন্সিগঞ্জ।

প্রশ্ন: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: থিম্পু, ভুটান। (২০-৩১ আগস্ট)

প্রশ্ন: বাংলাদেশ ছাড়াও ২০২৬ সালে LDC থেকে উত্তরণের তালিকায় কোন দেশগুলো রয়েছে?
উত্তর: লাওস ও নেপাল।

প্রশ্ন: বাংলাদেশ এলডিসি (LDC) তালিকায় যুক্ত হয় কবে?
উত্তর: ১৯৭৫ সালে।

প্রশ্ন: ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় কতটি দেশ রয়েছে?
উত্তর: ৩টি। (বাংলাদেশ, লাওস ও নেপাল)

প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন-এর মধ্যকার বৈঠক হয় কোথায়?
উত্তর: অ্যাঙ্কোরেজ শহর, আলাস্কা, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: ‘Critique of Judgement’ বইটির লেখক কে?
উত্তর: ইমানুয়েল কান্ট।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

প্রশ্ন: দখলদার ইসরায়েল গাজায় প্রয়োজনের কত শতাংশ ত্রাণ প্রবেশের অনুমতি রেখেছে?
উত্তর: মাত্র ১০ শতাংশ।

প্রশ্ন: ‘বারনামা’ কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা?
উত্তর: মালয়েশিয়া।

প্রশ্ন: চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: নবম।

প্রশ্ন: প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক কোনটি?
উত্তর: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

প্রশ্ন: ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: শামসুর রাহমান। (মৃত্যু- ১৭ আগস্ট, ২০০৬)

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কী পরিমাণ LNG আমদানি করে?
উত্তর: ৫.৮০৮ মিলিয়ন টন।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কী পরিমাণ পণ্য আমদানি করা হয়?
উত্তর: ২০ লাখ ৫৬ হাজার ২৮১ মেট্রিক টন।

প্রশ্ন: বর্তমানে চীনা পণ্যে কত শতাংশ মার্কিন শুল্ক বজায় রয়েছে?
উত্তর: ৩০ শতাংশ। (মার্কিন পণ্যে চীনা শুল্ক ১০ শতাংশ)

প্রশ্ন: তিস্তা প্রকল্প কোন দেশের সহায়তায় বাস্তবায়িত হবে?
উত্তর: চীন।

প্রশ্ন: খসড়ায় জুলাই জাতীয় সনদকে কী হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
উত্তর: ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল’।

প্রশ্ন: দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।

প্রশ্ন: চলন বিল কয়টি জেলা জুড়ে বিস্তৃত?
উত্তর: ৩টি; নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ।

প্রশ্ন: হারিকেন এরিন এর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: আটলান্টিক মহাসাগর।

প্রশ্ন: ‘হিজবুল্লাহ’ কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী?
উত্তর: লেবানন।

প্রশ্ন: মধ্যযুগের স্থাপত্য ‘নরউইচ ক্যাসেল’ কোথায় অবস্থিত?
উত্তর: ইংল্যান্ড।

প্রশ্ন: ‘গোলান মালভূমি’ কোন দুই দেশের দ্বন্দ্বপূর্ণ স্থান?
উত্তর: সিরিয়া ও ইসরায়েল।

Daily GK 17 August 2025

Question: According to the Global Livability Index 2025, what is Dhaka’s position among the world’s most livable cities?
Answer: 171st. (1st, Copenhagen, Denmark)

Question: How many international routes does Biman Bangladesh Airlines operate?
Answer: 22. (Domestic routes – 7)

Question: Who became the champion in the recently held ‘BdApps Innovation Summit’?
Answer: ‘Dr. Chashi’.

Question: Where will the country’s first government vaccine plant be built?
Answer: Sirajdikhan, Munshiganj.

Question: Where will the SAFF U-17 Women’s Championship be held?
Answer: Thimphu, Bhutan. (20–31 August)

Question: Besides Bangladesh, which countries are on the list of LDC graduation in 2026?
Answer: Laos and Nepal.

Question: When did Bangladesh join the LDC (Least Developed Countries) list?
Answer: In 1975.

Question: How many countries are on the list of LDC graduation in 2026?
Answer: 3. (Bangladesh, Laos, and Nepal)

Question: Where did the meeting between Donald Trump and Vladimir Putin take place?
Answer: Anchorage, Alaska, USA.

Question: Who is the author of the book Critique of Judgement?
Answer: Immanuel Kant.

Question: How much percentage of relief aid has occupying Israel allowed into Gaza?
Answer: Only 10 percent.

Question: ‘Bernama’ is the national news agency of which country?
Answer: Malaysia.

Question: What is Bangladesh’s position in the world in tea production?
Answer: Ninth.

Question: Which bank is the top in collecting remittances?
Answer: Islami Bank Bangladesh PLC.

Question: Who is the author of the poetry book Bandi Shibir Theke (From Prison Camp)?
Answer: Shamsur Rahman. (Died: 17 August 2006)

Question: How much LNG did Bangladesh import in the fiscal year 2024–25?
Answer: 5.808 million tons.

Question: How much goods were imported through Benapole land port in the fiscal year 2024–25?
Answer: 2,056,281 metric tons.

Question: What percentage of US tariffs on Chinese goods is currently maintained?
Answer: 30 percent. (Chinese tariffs on US goods – 10 percent)

Question: With the support of which country will the Teesta project be implemented?
Answer: China.

Question: In the draft, how has the July National Charter been described?
Answer: As a ‘document of a new political settlement’.

Question: What is the only state-owned pharmaceutical manufacturing company in Bangladesh?
Answer: Essential Drugs Company Limited (EDCL).

Question: How many districts does Chalan Beel span?
Answer: 3; Natore, Pabna, and Sirajganj.

Question: Where did Hurricane Erin originate?
Answer: Atlantic Ocean.

Question: ‘Hezbollah’ is an armed group based in which country?
Answer: Lebanon.

Question: Where is the medieval structure ‘Norwich Castle’ located?
Answer: England.

Question: ‘Golan Heights’ is a disputed territory between which two countries?
Answer: Syria and Israel.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...