Today In History 18 August

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 18 August

Today In History 18 August

ঘটনাবলী

  • ১২০১ – রিগা শহর প্রতিষ্ঠিত হয়।
  • ১৫৮৭ – আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।
  • ১৮০০ – লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
  • ১৮০৪ – ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বোনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।
  • ১৮১২ – স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হন।
  • ১৮৩০ – ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
  • ১৯৪৫ – তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।
  • ১৯৫৮ – ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।
  • ১৯৫৮ – ভ্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ‘ললিতা’ যুক্তরাষ্ট্রে প্রকাশ হয়।
  • ১৯৬১ – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
  • ১৯৬৩ – জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
  • ১৯৭১ – ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনা দল ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
  • ১৯৭৪ – ভারত রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়।
  • ২০০৮ – পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

জন্ম

  • ১৭০০ – প্রথম বাজিরাও, প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি। (মৃ. ১৭৪০)
  • ১৭৫০ – আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার, সঙ্গীত পরিচালক ও শিক্ষক। (মৃ. ১৮২৫)
  • ১৭৯৪ – জন ক্লার্ক মার্শম্যান, ইংরেজ সাংবাদিক ও ঐতিহাসিক; জনপ্রিয় সংবাদপত্র ফ্রেন্ড অব ইন্ডিয়া-র প্রকাশক। (মৃ. ০৮/০৭/১৮৭৭)
  • ১৯০০ – বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রথম মহিলা সভাপতি। (মৃ. ০১/১২/১৯৯০)
  • ১৯০৮ – বিল মেরিট, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৭)
  • ১৯২৭ – রোজালিন কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের সহধর্মিণী।
  • ১৯৩৩ – রোমান পোলান্‌স্কি, পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৩৩ – জুস্ত ফোঁতেন, ফ্রান্সের সাবেক ফুটবল খেলোয়াড়।
  • ১৯৩৪ – গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৩৫ – গেইল ফিশার, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ২০০০)
  • ১৯৩৬ – রবার্ট রেডফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
  • ১৯৪৮ – ফারুক, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
  • ১৯৪৯ – সেলিম আল দীন, বাংলাদেশী নাট্যকার, গবেষক। (মৃ. ২০০৮)
  • ১৯৫৪ – ভিকে শশিকলা, ভারতীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
  • ১৯৫৬ – সন্দীপ পাতিল, ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৬৭ – দলের মেহেন্দী, ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও পরিবেশবিদ।
  • ১৯৬৯ – এডওয়ার্ড নর্টন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী।
  • ১৯৮০ – এস্তেবান কাম্বিয়াসো, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৩ – ক্যামেরন হোয়াইট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও মেলবোর্ন স্টার্সের অধিনায়ক।
  • ১৯৯৩ – মিয়া মিচেল, অস্ট্রেলীয় অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

  • ১২২৭ – চেঙ্গিজ খান, প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা; ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ। (জ. ১১৬২)
  • ১৬৪৮ – ইব্রাহিম, উসমানীয় সুলতান। (জ. ১৬১৫)
  • ১৮৫০ – অনরে দ্য বালজাক, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার। (জ. ১৭৯৯)
  • ১৮৯৮ – রামতনু লাহিড়ী, বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাসংগঠক। (জ. ২২/০৫/১৮১৩)
  • ১৯৪৫ – সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী। (জ. ০৯/০৯/১৮৭২)
  • ১৯৪৫ – সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা। (জ. ১৮৯৭) (স্বীকৃত নয়)
  • ১৯৬৮ – মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
  • ১৯৬৯ – হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক। (জ. ২২/০২/১৯০৬)
  • ১৯৭৫ – শওকত আলী, রাজনীতিবিদ ও বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা। (জ. ১৯১৮)
  • ১৯৮০ – দেবব্রত বিশ্বাস, ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক। (জ. ২২/০৮/১৯১১)
  • ১৯৯৮ – পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী। (জ. ১৯৪৮)
  • ২০০৯ – কিম দায়ে জং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি। (জ. ১৯২৫)
  • ২০১৫ – শুভ্রা মুখোপাধ্যায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী। (জ. ১৯৪০)

Today In History 18 August


Events

  • 1201 – The city of Riga was founded.
  • 1587 – The first English child in America, Virginia Dare, was born.
  • 1800 – Lord Wellesley established Fort William College.
  • 1804 – Napoleon Bonaparte proclaimed himself Emperor of France after a law passed in the French Senate.
  • 1812 – In the Battle of Smolensk, the Russians were defeated by Napoleon.
  • 1830 – France launched a major military campaign to capture Algeria.
  • 1945 – News was spread that Netaji Subhas Chandra Bose died in the Taihoku plane crash.
  • 1958 – Brojen Das became the first Bengali and first Asian to swim across the English Channel.
  • 1958 – Vladimir Nabokov’s famous and controversial novel Lolita was published in the United States.
  • 1961 – Bangladesh Agricultural University began operations.
  • 1963 – James Meredith became the first African American to graduate from the University of Mississippi.
  • 1971 – Australia and New Zealand decided to withdraw their troops from the Vietnam War.
  • 1974 – India conducted its first nuclear test in the Rajasthan desert.
  • 2008 – Under pressure, Pakistan’s President General Pervez Musharraf resigned.

Births

  • 1700 – Bajirao I, noted Indian general. (d. 1740)
  • 1750 – Antonio Salieri, Italian classical composer, conductor, and teacher. (d. 1825)
  • 1794 – John Clark Marshman, English journalist and historian; publisher of the newspaper Friend of India. (d. 08/07/1877)
  • 1900 – Vijaya Lakshmi Pandit, Indian diplomat, politician, and first woman President of the UN General Assembly. (d. 01/12/1990)
  • 1908 – Bill Merritt, New Zealand international cricketer. (d. 1977)
  • 1927 – Rosalynn Carter, former First Lady of the United States, wife of President Jimmy Carter.
  • 1933 – Roman Polanski, Polish film director.
  • 1933 – Just Fontaine, French former footballer.
  • 1934 – Gulzar, famous Indian poet, lyricist, and filmmaker.
  • 1935 – Gail Fisher, American actress. (d. 2000)
  • 1936 – Robert Redford, American actor, director, and producer.
  • 1948 – Farooque, Bangladeshi film actor, producer, businessman, and politician.
  • 1949 – Selim Al Deen, Bangladeshi playwright and researcher. (d. 2008)
  • 1954 – V. K. Sasikala, Indian businesswoman and politician.
  • 1956 – Sandeep Patil, former Indian international cricketer.
  • 1967 – Daler Mehndi, Indian singer, composer, songwriter, writer, producer, editor, and environmentalist.
  • 1969 – Edward Norton, American actor, filmmaker, and social activist.
  • 1980 – Esteban Cambiasso, former Argentine footballer.
  • 1983 – Cameron White, Australian cricketer and captain of Melbourne Stars.
  • 1993 – Maia Mitchell, Australian actress and singer.

Deaths

  • 1227 – Genghis Khan, Mongol political and military leader, one of history’s most famous conquerors. (b. 1162)
  • 1648 – Ibrahim, Ottoman Sultan. (b. 1615)
  • 1850 – Honoré de Balzac, French novelist and playwright. (b. 1799)
  • 1898 – Ramtanu Lahiri, Bengali social reformer and educationist. (b. 22/05/1813)
  • 1945 – Sarala Devi Chaudhurani, noted Bengali intellectual. (b. 09/09/1872)
  • 1945 – Subhas Chandra Bose, legendary leader of India’s independence movement. (b. 1897) (not officially recognized)
  • 1968 – Maulana Muhammad Akram Khan, journalist, writer, and politician.
  • 1969 – Humayun Kabir, Indian Bengali educationist, politician, writer, and philosopher. (b. 22/02/1906)
  • 1975 – Shawkat Ali, politician and prominent leader of the Bengali Language Movement. (b. 1918)
  • 1980 – Debabrata Biswas, renowned Indian Bengali Rabindra Sangeet singer and teacher. (b. 22/08/1911)
  • 1998 – Persis Khambatta, Indian model and actress. (b. 1948)
  • 2009 – Kim Dae-jung, President of South Korea. (b. 1925)
  • 2015 – Suvra Mukherjee, wife of former Indian President Pranab Mukherjee. (b. 1940)
বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...