Daily GK 23 August 2025
Daily GK 23 August 2025
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত?
উত্তর: ৩০.৮৫ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন: ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি?
উত্তর: ২৯টি। [নাসার সর্বশেষ তথ্যানুযায়ী]
প্রশ্ন: কোন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন?
উত্তর: শরিফুল এম খান।
প্রশ্ন: দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর: গজারিয়া।
প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বিলুপ্ত করে কয়টি বিভাগ সৃষ্টি করা হয়েছে?
উত্তর: ২টি। (রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ)
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে শিশুশ্রমিকের সংখ্যা কত?
উত্তর: প্রায় ৪০ লাখ।
প্রশ্ন: দেশে ২০২৪-২৫ অর্থবছরে আলু উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১ কোটি ১৫ লাখ টন। (ইতিহাসের সর্বোচ্চ, ৪.৯২ লাখ হেক্টর জমিতে চাষ)
প্রশ্ন: পাকিস্তানের বর্তমান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: ইসহাক দার।
প্রশ্ন: বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুতা আমদানির শীর্ষ বাজার কোন দেশ?
উত্তর: ভারত।
প্রশ্ন: কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ২৫ আগস্ট ২০২৫।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: বেনাপোল স্থলবন্দর এর পাশে ভারতের কোন বন্দর অবস্থিত?
উত্তর: পেট্রাপোল বন্দর।
প্রশ্ন: COP-30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: ফার্ক বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের?
উত্তর: কলম্বিয়া।
প্রশ্ন: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটি শর্ত আরোপ করেছেন?
উত্তর: তিনটি শর্ত – (দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া, ন্যাটোতে যোগ না দেওয়া, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন বন্ধ)।
প্রশ্ন: ২০২৫ সালে টি-২০ এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত (৯ সেপ্টেম্বর ২০২৫)।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর তথা সশস্ত্র বাহিনীর ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল পদে কে নিযুক্ত হন?
উত্তর: ডা. সুসান গীতি।
প্রশ্ন: মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ময়মনসিংহ।
প্রশ্ন: ‘জিনিয়াস অ্যাক্ট’ কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া নতুন ডিজিটাল মুদ্রা আইন।
Daily GK 23 August 2025
Q: What is the current amount of Bangladesh’s foreign currency reserves?
A: 30.85 billion US dollars.
Q: How many moons does the planet Uranus have?
A: 29 (according to NASA’s latest data).
Q: Which Bangladeshi-origin person has been promoted to Brigadier General in the US Army?
A: Shariful M. Khan.
Q: Where is the country’s first medicine park being established?
A: Gazaria.
Q: After abolishing the National Board of Revenue (NBR), how many divisions were created?
A: 2 (Revenue Policy Division and Revenue Management Division).
Q: What is the current number of child laborers in Bangladesh?
A: About 4 million.
Q: What is the potato production in Bangladesh for the fiscal year 2024–25?
A: 11.5 million tons (highest in history, cultivated on 492,000 hectares of land).
Q: Who is the current Deputy Prime Minister and Foreign Minister of Pakistan?
A: Ishaq Dar.
Q: Which country is the top source of yarn imports for Bangladesh’s garment industry?
A: India.
Q: When will the international conference on the Rohingya issue be held in Cox’s Bazar?
A: August 25, 2025.
Q: Which Indian port is located next to Benapole land port?
A: Petrapole Port.
Q: Where will COP-30 be held?
A: Brazil.
Q: The FARC rebel group belongs to which country?
A: Colombia.
Q: How many conditions has President Vladimir Putin imposed to end the Russia–Ukraine war?
A: Three – (Ukraine must give up the Donbas region, not join NATO, and stop Western troops deployment in Ukraine).
Q: Where will the T20 Asia Cup 2025 be held?
A: United Arab Emirates (on September 9, 2025).
Q: Who was appointed as the first female Major General in the history of the Bangladesh Armed Forces?
A: Dr. Susane Giti.
Q: Which district ranks first in freshwater fish production in Bangladesh?
A: Mymensingh.
Q: What is the ‘Genius Act’?
A: A new digital currency law passed in the US House of Representatives.