Today In History 24 August
Today In History 24 August
ঘটনাবলী
- ১৬০৮ – প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
- ১৬৯০ – ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের পতাকা ওড়ান। দিনটি কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
- ১৮১৪ – ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
- ১৮১৫ – নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান গৃহীত হয়।
- ১৮২১ – মেক্সিকো স্পেন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৮৭৫ – ক্যাপ্টেন ম্যাথুওয়েব সাঁতরে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- ১৯০২ – সেইন্ট পিয়েরে-লে-তে জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচিত হয়।
- ১৯১৩ – ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আক্রমণ না করার চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
- ১৯২৯ – বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয়।
- ১৯৪৪ – জার্মান দখলদারিত্ব থেকে প্যারিস মুক্ত হয়।
- ১৯৪৯ – উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
- ১৯৬৬ – ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।
- ১৯৭৪ – ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
- ১৯৮৮ – সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন মৃত্যুবরণ করেন।
- ১৯৮৯ – ৪৫ বছরের কমিউনিস্ট শাসন শেষে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হন তাদেউজ মাজোউইকি।
- ১৯৯১ – তুর্ক মেনিয়া সার্বভৌমত্ব ঘোষণা করে।
- ১৯৯১ – ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
জন্ম
- ১৭১৪ – আলংফ্রা, বার্মিজ রাজা। (মৃ. ১৭৬০)
- ১৮০৮ – জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, বাঙালি সমাজসেবী ও শিক্ষাবিদ। (মৃ. ১৮৮৮)
- ১৮৫১ – টম কেন্ডল, অস্টেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯২৪)
- ১৮৯৩ – কৃষ্ণচন্দ্র দে, কিংবদন্তি কণ্ঠশিল্পী ও বাংলাসঙ্গীতের প্রবাদ পুরুষ। (মৃ. ১৯৬২)
- ১৮৯৯ – হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনীয় সাহিত্যিক। (মৃ. ১৯৮৬)
- ১৮৯৯ – অ্যালবার্ট ক্লুঁদে, বেলজিয়ান জীববিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৩)
- ১৯০৮ – শিবরাম রাজগুরু, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (মৃ. ১৯৩১)
- ১৯১১ – বীণা দাস, ব্রিটিশবিরোধী বিপ্লবী। (মৃ. ১৯৮৬)
- ১৯২২ – হাওয়ার্ড জিন, আমেরিকান ইতিহাসবিদ, লেখক ও সমাজকর্মী। (মৃ. ২০১০)
- ১৯২৭ – অঞ্জলি দেবী, ভারতীয় অভিনেত্রী ও প্রযোজক। (মৃ. ২০১৪)
- ১৯২৭ – হ্যারি মার্কোউইটস, নোবেল বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ। (মৃ. ২০২৩)
- ১৯২৮ – টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার ও কোচ।
- ১৯২৯ – ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। (মৃ. ২০০৪)
- ১৯৩৪ – কেনি বেকার, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০১৬)
- ১৯৩৬ – এ. এস. বাইয়াট, ইংরেজ ঔপন্যাসিক ও কবি। (মৃ. ২০২3)
- ১৯৪২ – ক্যারেন উলেনবেক, আমেরিকান গণিতবিদ।
- ১৯৪৭ – অ্যান আর্চার, মার্কিন অভিনেত্রী।
- ১৯৪৭ – পাওলো কোয়েলহো, ব্রাজিলিয়ান লেখক।
- ১৯৫৭ – স্টিভেন ফ্রাই, ইংরেজ অভিনেতা, প্রযোজক ও লেখক।
- ১৯৫৯ – আদ্রিয়ান কুইপার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৬৫ – মার্লি ম্যাটলিন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।
- ১৯৭৩ – ডেভ চ্যাপেল, আমেরিকান কৌতুক অভিনেতা ও চিত্রনাট্যকার।
- ১৯৮৮ – রুপার্ট গ্রিন্ট, ইংরেজ অভিনেতা।
- ১৯৮৮ – মায়া ইয়োশিদা, জাপানি ফুটবলার।
- ১৯৯১ – পুনম যাদব, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৯৭ – অ্যালান ওয়াকার, নরওয়েজিয়ান ডিজে ও সংগীত প্রযোজক।
মৃত্যু
- ১৮৩২ – সাদি কার্নো, ফরাসি পদার্থবিদ। (জ. ১৭৯৬)
- ১৮৮৮ – রুডলফ ক্লাউজিউস, জার্মান পদার্থবিদ ও গণিতবিদ। (জ. ১৮২২)
- ১৮৯৪ – নীলমণি মিত্র, প্রথম বাঙালি স্থপতি। (জ. ১৮২৮)
- ১৯৫০ – আর্তুরো আলেস্সান্দ্রি, চিলির রাষ্ট্রপতি। (জ. ১৮৬৮)
- ১৯৫৪ – জেতুলিউ ভার্গাস, ব্রাজিলীয় স্বৈরশাসক। (জ. ১৮৮২)
- ১৯৫৬ – কেনজি মিজোগুচি, জাপানি চলচ্চিত্র পরিচালক। (জ. ১৮৯৮)
- ১৯৬৮ – সিরিল ভিনসেন্ট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯০২)
- ১৯৮৮ – লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩৮)
- ২০০৪ – আইভি রহমান, বাংলাদেশী রাজনীতিবিদ। (জ. ১৯৪৪)
- ২০১৩ – নিউটন ডি সর্দি, ব্রাজিলীয় ফুটবলার। (জ. ১৯৩১)
- ২০১৩ – জুলি হ্যারিস, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯২৫)
- ২০১৪ – রিচার্ড অ্যাটনবারা, ইংরেজ অভিনেতা ও পরিচালক। (জ. ১৯২৩)
- ২০২১ – চার্লি ওয়াটস, ইংরেজ সঙ্গীতজ্ঞ। (জ. ১৯৪১)
- ২০২৩ – ব্রেই ওয়াট, আমেরিকান কুস্তিগির। (জ. ১৯৮৭)
Today In History 24 August
Events
- 1608 – The first official English representative arrived at Surat, India.
- 1690 – English trader Job Charnock hoisted the English flag at Sutanuti; the day is regarded as the foundation day of Kolkata.
- 1814 – British forces captured Washington, D.C., and set fire to the White House.
- 1815 – The modern constitution of the Netherlands was adopted.
- 1821 – Mexico gained independence from Spain.
- 1875 – Captain Matthew Webb became the first person to swim across the English Channel.
- 1902 – A statue of Joan of Arc was unveiled at Saint-Pierre-le-Moûtier.
- 1913 – France and the Soviet Union signed a non-aggression treaty.
- 1914 – During World War I, German forces captured Namur.
- 1929 – The Wailing Wall riots began in Jerusalem.
- 1944 – Paris was liberated from German occupation.
- 1949 – The North Atlantic Treaty Organization (NATO) was established.
- 1966 – Indian swimmer Mihir Sen crossed the Strait of Gibraltar.
- 1972 – Panama and Uruguay recognized Bangladesh as an independent nation.
- 1974 – Fakhruddin Ali Ahmed became the fifth President of India.
- 1988 – Journalist and writer Abu Zafar Shamsuddin passed away.
- 1989 – Tadeusz Mazowiecki became the first non-communist Prime Minister of Poland after 45 years of communist rule.
- 1991 – Turkmenistan declared sovereignty.
- 1991 – Ukraine declared independence from the Soviet Union.
Births
- 1714 – Alaungpaya, Burmese king. (d. 1760)
- 1808 – Joykrishna Mukherjee, Bengali social reformer and educationist. (d. 1888)
- 1851 – Tom Kendall, Australian cricketer. (d. 1924)
- 1893 – Krishna Chandra Dey, pioneering Bengali singer and composer. (d. 1962)
- 1899 – Jorge Luis Borges, Argentine writer. (d. 1986)
- 1899 – Albert Claude, Belgian biologist and Nobel laureate. (d. 1983)
- 1908 – Shivaram Rajguru, Indian revolutionary. (d. 1931)
- 1911 – Bina Das, Indian anti-British revolutionary. (d. 1986)
- 1922 – Howard Zinn, American historian, author, and activist. (d. 2010)
- 1927 – Anjali Devi, Indian actress and producer. (d. 2014)
- 1927 – Harry Markowitz, American economist and Nobel laureate. (d. 2023)
- 1928 – Tommy Docherty, Scottish footballer and manager.
- 1929 – Yasser Arafat, Palestinian leader and Nobel Peace Prize laureate. (d. 2004)
- 1934 – Kenny Baker, English actor. (d. 2016)
- 1936 – A. S. Byatt, English novelist and poet. (d. 2023)
- 1942 – Karen Uhlenbeck, American mathematician.
- 1947 – Anne Archer, American actress.
- 1947 – Paulo Coelho, Brazilian novelist and lyricist.
- 1957 – Stephen Fry, English actor, writer, producer, and comedian.
- 1959 – Adrian Kuiper, South African cricketer.
- 1965 – Marlee Matlin, American actress and activist.
- 1973 – Dave Chappelle, American comedian, actor, and screenwriter.
- 1988 – Rupert Grint, English actor.
- 1988 – Maya Yoshida, Japanese footballer.
- 1991 – Poonam Yadav, Indian women’s cricketer.
- 1997 – Alan Walker, Norwegian DJ and record producer.
Deaths
- 1832 – Sadi Carnot, French physicist and engineer. (b. 1796)
- 1888 – Rudolf Clausius, German physicist and mathematician. (b. 1822)
- 1894 – Nilmani Mitra, first Bengali architect. (b. 1828)
- 1950 – Arturo Alessandri, President of Chile. (b. 1868)
- 1954 – Getúlio Vargas, Brazilian dictator. (b. 1882)
- 1956 – Kenji Mizoguchi, Japanese filmmaker. (b. 1898)
- 1968 – Cyril Vincent, South African cricketer. (b. 1902)
- 1988 – Leonard Frey, American actor. (b. 1938)
- 2004 – Ivy Rahman, Bangladeshi politician. (b. 1944)
- 2013 – Newton de Sordi, Brazilian footballer. (b. 1931)
- 2013 – Julie Harris, American actress. (b. 1925)
- 2014 – Richard Attenborough, English actor, director, and producer. (b. 1923)
- 2021 – Charlie Watts, English musician (b. 1941)
- 2023 – Bray Wyatt, American professional wrestler. (b. 1987)