যমুনা ব্যাংক | ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO) | MCQ ও লিখিত প্রশ্ন সমাধান PDF | 14.07.2023

Share:

যমুনা ব্যাংক এর ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO) পদে প্রিলি. ও লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান (ব্যাখ্যা সহ) – ২০২৩

যমুনা ব্যাংক এর ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO) পদে প্রিলি. ও লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান (ব্যাখ্যা সহ) – ২০২৩ নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

চাকরির প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন সমাধান শুধু পরীক্ষার জন্য নয়, বরং বিষয়বস্তুর উপর গভীর ধারণা অর্জনেও সাহায্য করে। এক্ষেত্রে কিছু বিশেষ দিক অনুসরণ করা গুরুত্বপূর্ণ:

  1. প্রশ্নপত্রের ধরণ বিশ্লেষণ: বিগত বছরের প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় কোন বিষয় বা অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। যেমন, গণিত অংশে নির্দিষ্ট টপিক যেমন লস অ্যান্ড প্রফিট, সময় ও কাজ বা গড় থেকে প্রশ্ন বেশি আসে।
  2. পুনরাবৃত্তি হওয়া প্রশ্ন: অনেক সময় প্রশ্নপত্রে পূর্বের প্রশ্ন সরাসরি বা সামান্য পরিবর্তন করে দেওয়া হয়। তাই বিগত বছরের প্রশ্ন চর্চার মাধ্যমে প্রার্থীরা সেই প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারে।
  3. দুর্বল অংশ চিহ্নিত করা: বিগত প্রশ্ন সমাধান করতে গিয়ে যে অংশে বেশি সমস্যা হয় তা চিহ্নিত করে সেই অংশে বেশি সময় দেওয়া যায়।
  4. সময় ব্যবস্থাপনা: পরীক্ষায় সময় একটি বড় চ্যালেঞ্জ। বিগত বছরের প্রশ্ন সমাধান করে সময়ের মধ্যে কিভাবে বেশি প্রশ্ন সমাধান করা যায় তা অনুশীলন করা যায়।
  5. বিষয়ভিত্তিক দক্ষতা: গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান বা বাংলা অংশে ভিন্ন ভিন্ন কৌশল প্রয়োজন। বিগত প্রশ্নগুলো চর্চা করলে কোন বিষয়ের জন্য কী ধরনের প্রস্তুতি দরকার তা বোঝা সহজ হয়।
  6. মডেল টেস্ট: বিগত বছরের প্রশ্ন নিয়ে মডেল টেস্ট তৈরি করে নিজেকে যাচাই করা যেতে পারে। এটি পরীক্ষার চাপ মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত করে।

সুতরাং, নিয়মিতভাবে বিগত বছরের প্রশ্ন চর্চা করলে শুধুমাত্র প্রস্তুতির মান উন্নত হয় না, বরং পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়। এটি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার অন্যতম চাবিকাঠি।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

Leave a Comment